গাজীপুর জেলা / Gazipur district
গাজীপুর জেলা / Gazipur district :- গাজীপুর জেলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো, যেখানে গাজীপুর জেলার সকল তথ্য পেশ করা হলো।
আয়তন:-
১৭৭০.৫৮ বর্গ কিলোমিটার।
জেলা কোড
গাজীপুর- ৪১
নামকরনের ইতিহাস:-
বিলু কবীরের লেখা ‘বাংলাদেশের জেলা,
নামকরণের ইতিহাস’ বই থেকে জানা যায়, মহম্মদ
বিন তুঘলকের শাসনকালে জনৈক মুসলিম কুস্তিগির গাজী এ অঞ্চলে বসতি স্থাপন করেছিলেন এবং তিনি বহুদিন সাফল্যের সঙ্গে এ অঞ্চল শাসন করেছিলেন। এ কুস্তিগির/ পাহলোয়ান গাজীর নামানুসারেই এ অঞ্চলের নাম রাখা হয় গাজীপুর বলে লোকশ্রুতি রয়েছে।
আরেকটি জনশ্রুতি এ রকম সম্রাট আকবরের সময় চব্বিশ পরগনার জায়গিরদার ছিলেন ঈশা খাঁ। এই ঈশা খাঁরই একজন অনুসারীর ছেলের নাম ছিল ফজল গাজী। যিনি ছিলেন ভাওয়াল রাজ্যের প্রথম ‘প্রধান’। তারই নাম বা নামের সঙ্গে যুক্ত গাজী’ পদবি থেকে এ অঞ্চলের নাম রাখা হয় গাজীপুর। গাজীপুর নামের আগে এ অঞ্চলের নাম ‘গাজী’ পদবি থেকে এ অঞ্চলের নাম রাখা হয় গাজীপুর। গাজীপুর নামের আগে এ অঞ্চলের নাম
ছিল জয়দেবপুর। এ জয়দেবপুর নামটি কেন হলো,
কতদিন থাকল, কখন, কেন সেটা আর থাকল না_
সেটিও প্রাসঙ্গিক ও জ্ঞাতব্য। ভাওয়ালের জমিদার
ছিলেন জয়দেব নারায়ণ রায় চৌধুরী। বসবাস
করার জন্য এ জয়দেব নারায়ণ রায় চৌধুরী পীরাবাড়ি গ্রামে একটি গৃহ নির্মাণ করেছিলেন।
গ্রামটি ছিল চিলাই নদীর দক্ষিণ পাড়ে। এ সময়
ওই জমিদার নিজের নামের সঙ্গে মিল রেখে এ
অঞ্চলটির নাম রাখেন ‘জয়দেবপুর’ এবং এ নামই
বহাল ছিল মহকুমা হওয়ার আগ পর্যন্ত। যখন
জয়দেবপুরকে মহকুমায় উন্নত করা হয়, তখনই
এর নাম পাল্টে জয়দেবপুর রাখা হয়। উল্লেখ্য,
এখনো অতীতকাতর-ঐতিহ্যমুখী স্থানীয়দের
অনেকেই জেলাকে ‘জয়দেবপুর’ বলেই উল্লেখ
করে থাকেন।
গাজীপুর সদরের রেলওয়ে স্টেশনের নাম এখনো ‘জয়দেবপুর রেলওয়ে স্টেশন’। তবে বিস্তারিত আলোচনায় গেলে বলতেই হয়, গাজীপুরের আগের নাম জয়দেবপুর এবং তারও আগের নাম ভাওয়াল। গাজীপুরকে ১৯৮৪খ্রিস্টাব্দের ১ মার্চ জেলা এবং ২০১৩ খ্রিস্টাব্দের ৭ জানুয়ারী রোজ: সোমবার সিটি
কর্পোরেশন ঘোষণা করা হয়।
বিখ্যাত খাবার:-
কাঁঠাল,
পেয়ারা,
বিখ্যাত স্থান:-
ভাওয়াল রাজবাড়ী,
নুহাশ পল্লী,
জাগ্রত চৌরঙ্গী,
ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী,
ভাওয়াল জাতীয় উদ্যান (National Park),
আনসার একাডেমী, সফিপুর
বলিয়াদী জমিদার বাড়ী
নাগবাড়ী, চান্দনা, চৌরাস্তা।
নাগরী, পাঞ্জুরা চার্চ
রাংগামাটিয়া, তুমিলিয়া, কালীগঞ্জ
বঙ্গবন্ধু সাফারি পার্ক
মন পুড়া পার্ক, কাশিমপুর,গাজীপুর
নাগরী টেলেন্টিনুর সাধু নিকোলাসের গীর্জা
সিঙ্গার দীঘি (পাল রাজাদের রাজধানী নগরী)
গাজীপুর জেলার উপজেলাসমূহ:-
১. কালিয়াকৈর উপজেলা
২. কালীগঞ্জ উপজেলা
৩. কাপাসিয়া উপজেলা
৪. গাজীপুর সদর উপজেলা
৫. শ্রীপুর উপজেলা
আরও জানতে ভিজিট করুন:-
Bdstudyhelp.com
Gazipur district / Gazipur district
Volume:-
1770.58 square kilometers.
District Code
Gazipur- 41
Naming History:-
Bilu Kabir’s ‘Districts of Bangladesh,
It is known from the book ‘History of Naming’, Mohd
During the reign of Bin Tughluq, a Muslim wrestler Ghazi settled in the region and ruled the region successfully for many years. Folklore has it that the region was named Gazipur after this wrestler/pahlwan Gazi.
Another legend is that Isha Khan was the jagirdar of twenty-four parganas during the reign of Emperor Akbar. The son of a follower of this Isha Khan was named Fazal Ghazi. who was the first ‘Chief’ of Bhawal State. Associated with his name or name The region was named Gazipur from the term Gazi. Before the name of Gazipur, the name of the region was ‘Gazi’ and the name of the region was named Gazipur. The name of the region before the name of Gazipur It was Joydevpur. Why is the name Joydevpur?
How long did it last, when, why did it stop?
That too is relevant and informative. Zamindar of Bhawal It was Jaydev Narayan Roy Chowdhury. to live
To do this Jaydev Narayan Roy Chowdhury built a house in Pirabari village.
The village was on the south bank of Chilai River. At this time That zamindar is in accordance with his name
The region was named ‘Joidevpur’ and this is the name it remained in force until subdivision. when
Jaidevpur was upgraded to Sub-Division, then its name was changed to Joydevpur. Note, Still traditional-oriented locals
Many people refer to the district as ‘Joidevpur’ are doing The name of the railway station at Gazipur Sadar is still ‘Joidebpur Railway Station’. However, in a detailed discussion, it must be said that Gazipur’s earlier name was Joydevpur and its earlier name was Bhawal. Gazipur District on 1st March 1984 and 7th January 2013: Monday City
Corporation is announced.
Famous Foods:-
jackfruit,
guava,
Famous places:-
Bhawal Rajbari,
Nuhash Palli,
Jagrat Chowrangi,
Bhawal Raj Shamshaneswari,
Bhawal National Park,
Ansar Academy, Safipur
Baliadi Zamindar Bari
Nagbari, Chandana, Chaurasta.
Nagri, Panjura Church
Rangamatia, Tumilia, Kaliganj
Bangabandhu Safari Park
Man Pura Park, Kashimpur, Gazipur
Church of Saint Nicholas of Nagri Telentino
Singar Dighi (Capital City of Pala Kings)
Upazilas of Gazipur District:-
1. Kaliakair Upazila
2. Kaliganj Upazila
3. Kapasia upazila
4. Gazipur Sadar Upazila
5. Sripur Upazila
To know more visit:-
Bdstudyhelp.com